সন্ত্রাসবিরোধী যুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সন্ত্রাসবিরোধী যুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। সোমবার সকালে ৯ ঘণ্টার সফরে কেরি ঢাকায় আসেন।
…
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয় ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
…
জন কেরি প্রধানমন্ত্রীকে বলেছেন, সন্ত্রাসবাদ যুদ্ধে যুক্তরাষ্ট্রের অনেক বিশেষজ্ঞ রয়েছে। এ বিষয়ে আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।
…
বিশেষ করে সন্ত্রাস বিরোধী তথ্য আদান-প্রদান করতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন জন কেরি।
…
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস একটি বিশ্ব সমস্যা। সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, জনগণ আমাদের সহযোগিতা করছে। ধর্মীয় নেতারাও জনমত গঠনে উদ্যেগী হয়েছেন।
…
কেরি বাংলাদেশের প্রযুক্তিতে উন্নয়নে প্রশংসা করে বলেন, জঙ্গি ধরতে বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়ে সহযোগিতা করে।