কুরবানি ঈদে মূল ভরসা দেশি পশু

কুরবানি ঈদে মূল ভরসা দেশি পশু

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঈদুল আযহা সামনে রেখে দীর্ঘদিন বন্ধ থাকার পর বেনাপোল সীমান্ত করিডোর দিয়ে কিছু ভারতীয় গরু আসতে শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন ঈদের আগে গরু আসা এর চেয়ে খুব একটা বাড়বে না । তাই এবার কুরবানিতে মূল ভরসা দেশি পশু।


বেনাপোল বন্দর থেকে ৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশে ভারতীয় গরুর সব চেয়ে বড় ‘খাটাল’ পুটখালী। প্রায় দু’ বছর গরু আসা বন্ধ থাকায় খাটালটি শূন্য পড়ে রয়েছে। পাশের অগ্রভুলাট খাটালের একই অবস্থা। তবে ঈদ সামনে রেখে কয়েকদিন ধরে সীমান্তের পুটখালী, অগ্রভুলাট, গোগা এবং দৌলতপুর এলাকা দিয়ে ভারতীয় গরু আসতে শুরু করেছে।


আগে এসব সীমান্ত দিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার গরু-মহিষ আমদানি হত। এখন সেখানে আসছে গড়ে প্রতিদিন মাত্র ৫০ থেকে ১শ’টি।


ভারত থেকে গরু আসার পর খাটালে রাখা হয়। পরে বিজিবির তদারকিতে শার্শার নাভারন গবাদিপশু শুল্ক করিডোরের মাধ্যমে ভ্যাট আদায় করা হয়। সেখান থেকেই ভারতীয় গরু পৌঁছে যায় দেশের বিভিন্ন স্থানে।

নিজস্ব প্রতিনিধি

Related articles