জামায়াতের নাম সর্বস্ব ‘হরতাল’ পালিত

জামায়াতের নাম সর্বস্ব ‘হরতাল’ পালিত
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বুধবার জামায়াতে ইসলামীর ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা পালিত হয়েছে। তবে হরতালে কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। রাজধানীতে বুধবার সকালে প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে।


রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদিনের মতোই জীবনযাত্রা স্বাভাবিক। হরতালের মধ্যে যাত্রী, শ্রমজীবী মানুষ, চাকরিজীবীদের গন্তব্যে ছুটতে দেখা গেছে। প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ সারি। রাজধানীর নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, গুলিস্তান, শাহবাগ, কারওয়ানবাজার‍ ও বনানী এলাকায় সকালে অন্যান্য দিনের মতো যানজটও দেখা গেছে।


হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। সকাল থেকে হরতালের সমর্থনে কোনো মিছিলও বের হয়নি। রাজধানীর মোড়ে মোড়ে সর্তক অবস্থায় ছিলো পুলিশ।


উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মীর কাসেমের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে মীর কাসেমের ফাঁসির রায় বহাল রইল।

বিশেষ প্রতিনিধি