প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম

প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড প্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়াই বিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষ যেকোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।


কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ‘আমরা দুপুরের পর আবারও তার সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। উনি জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রণভিক্ষা চাইবেন না।’


মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার প্রকাশি হয়।

বিশেষ প্রতিনিধি