পাকিস্তানের পর তুরস্ককে কঠিন জবাব বাংলাদেশের

পাকিস্তানের পর তুরস্ককে কঠিন জবাব বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যুদ্ধাপরাধী আল-বদর নেতা মীর কাসেম আলীর মৃত‌্যুদণ্ড কার্যকর করার পর তুরস্কের প্রতিক্রিয়ার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।


সোমবার  তুরস্ক দূতাবাসে একটি প্রতিবাদলিপিতে তুরস্কের প্রতিক্রিয়াকে বাংলাদেশের ‘অভ‌্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’ বলে উল্লেখ করে তুরস্কের আচরণের কড়া প্রতিবাদ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, মীর কাসেমের ফাঁসির পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি অনাকাঙ্ক্ষিত।

রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রাণলয়ের এক বিবৃতিতে বলা হয়, তারা জেনে দুঃখিত যে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রধান অর্থদাতা মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ।


এ প্রক্রিয়ায় ‘অতীতের ক্ষত নিবারণ হয় না’ বলেও মন্তব্য করা হয় ওই বিবৃতিতে।


গত ৩ সেপ্টেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের আল-বদর নেতা মীর কাসেম আলীর সাজা কার্যকর করা হয়। আদালতের রায়ে কাসেমকে ‘বাঙালি খান’ আখ্যা দিয়ে একাত্তরে তার ক্ষমাহীন নৃশংসতার কথা তুলে ধরা হয়েছে।


গত মে মাসে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান বলেন, মৃত্যুদণ্ড হওয়ার মতো ‘পার্থিব কোনো পাপ’ নিজামীর নেই বলে তিনি বিশ্বাস করেন।

এরপর তুরস্ক ঢাকায় তাদের রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ককে ‘পরিস্থিতি পর্যালোচনার জন্য’ দেশে ডেকে পাঠালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। প্রায় তিন মাস পর তুরস্কের রাষ্ট্রদূত ঢাকায় ফিরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নিজস্ব প্রতিনিধি