ঈদের দিন কাশ্মীরে সহিংসতায় নিহত ২

ঈদের দিন কাশ্মীরে সহিংসতায় নিহত ২

এসবিডি নিউজ24 ডট কম, আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-শাসিত কাশ্মীর রাজ্যে ঈদের দিনে কারফিউ-এর সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দু’জন বিক্ষোভকারী নিহত হয়েছে।


ঈদের দিন সাধারণত কারফিউ না থাকলেও কর্মকর্তারা বলেন, এবার শ্রীনগরে বিচ্ছিন্নতাবাদীদের জাতিসংঘ পর্যবেক্ষকদের কার্যালয়ের দিকে এক মিছিলের পরিকল্পনা ঠেকানোর জন্যই তারা এ পদক্ষেপ নেন।


এ কারণে গত ২৬ বছরের মধ্যে এই প্রথমবার হযরতবাল মসজিদ এবং ঈদগাহের মত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঈদের জামাত হতে পারে নি।


আজ কয়েকটি প্রধান মসজিদের দিকে যাবার পথগুলো নিরাপত্তা বাহিনী বন্ধ করে দিলে সহিংসতা সৃষ্টি হয়। এতে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।


বান্দিপোরা, শোফিয়ান ও শ্রীনগরে সংঘর্ষের সময় পুলিশ ছররা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।টিয়ারগ্যাস শেলের আঘাতে ১৯ বছর বয়স্ক এক তরুণ,এবং ছররা গুলিতে অন্য আরেক ব্যক্তি নিহত হয়।


পিটিআই জানিয়েছে, বড় মসজিদগুলোতে জামাত না হওয়ায় বিভিন্ন পাড়া মহল্লায় ছোট আকারে বিকল্প জামাত হয়।


কাশ্মীরের সংবাদ মাধ্যম জানিয়েছে, এবার ঈদের আগে বাজারগুলোতেও ক্রেতার সংখ্যা ছিল অনেক কম।

আন্তর্জাতিক ডেস্ক