তাইওয়ান ও চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন
এসবিডি নিউজ24 ডট কম, আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর তাইওয়ান ও চীনে এ বছরের সবচেয়ে বড় ঝড় আঘাত (সুপার টাইফুন) হেনেছে। এ কারণে উত্তর তাইওয়ান ও চীন থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে রেড অ্যালার্টও জারি করা হয়েছে।
…
মেরান্তি নামের সুপার টাইফুন ঘণ্টায় ২৩০ মাইল বেগে আঘাত হেনেছে তাইওয়ানে। ঝড়ের গতিবেগ মাঝে মাঝে ঘণ্টায় ২৫০ মাইলে দাঁড়াচ্ছে, যা ফর্মুলা ওয়ান রেসকেও হার মানায়। সেই সঙ্গে হচ্ছে প্রবল বর্ষণ।
…
এরই মধ্যে দ্বীপদেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকার স্কুল-কলেজ ও অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইটও।
…
চীনের সরকারি বার্তা সংস্থা চায়না নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে সিএনএন জানায়, দক্ষিণ তাইওয়ানে দুই ব্যক্তি আহত হয়েছে। বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে কমপক্ষে আড়াই লাখ অধিবাসী।
…
২৭০ টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচলও।
…
তাইওয়ানের এক কর্মকর্তা তাইওয়ান সময় সকাল ৭ টায় সিএনএনকে বলেন, ওই সময় পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
…
প্রায় চার হাজার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারপরও কর্মকর্তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন না।