পরলোকে ক্রিকেটার আশরাফুল পিতা
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কম: ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাংবাদিকদের পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে আশরাফুল জানান, ‘গত ১১ সেপ্টেম্বর থেকে আব্দুল মতিন হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয়। এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। হঠাৎ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাকে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
…
আশরাফুল তার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান, ‘রাতেই মরদেহ ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।’
…
এর আগে গত ২৩ মে হঠাৎ ‘হার্ট স্ট্রোক’ করলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ভর্তি করা হয়। প্রায় ৪ দিন সিসিইউতে থাকার পর বেশ কিছুদিন বারডেম হাসপাতালে ছিলেন। ২০০৬ সালে একবার ‘হার্ট স্ট্রোক’ করেন আব্দুল মতিন। গত ৯ মে বুকের ব্যাথা উঠলে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তারের পরামর্শে তার হার্টে রিং পরানো হয়।