পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন ব্রিটিশ বিজ্ঞানী

পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন ব্রিটিশ বিজ্ঞানী

এসবিডি নিউজ 24 ডট কম, আন্তর্জাতিক ডেস্কঃ২০১৬ সালের পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন ব্রিটিশ বিজ্ঞানী। নোবেল পুরস্কারের প্রথম একভাগ পেয়েছেন ডেভিড জে. থলেস। আর বাকি অর্ধেক যৌথভাবে অর্জন করেছেন এফ. ডানক্যান এম. হালডেন এবং জে. মাইকেল কস্টারলিজ।


পদার্থের অবস্থা পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে তারা এই পুরষ্কার লাভ করেন।


পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তনের যে প্রক্রিয়া সেটা নিয়েই কাজ করেছেন এই তিন বিজ্ঞানী।

আন্তর্জাতিক ডেস্ক