এপিআইএস সভাপতি বনমালী ভৌমিক

এপিআইএস সভাপতি বনমালী ভৌমিক

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক জাতিসংঘের এপিআইএস এর ওয়ার্কিং গ্রুপের সভাপতি মনোনীত হয়েছেন। আগামী এক বছরের জন্য জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড স্যোসাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসকাপ) এর এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের (এপিআইএস) ওয়ার্কিং গ্রুপের সভাপতি মনোনীত করা হয়েছে বাংলাদেশকে।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বনমালী ভৌমিক আগামী এক বছর বাংলাদেশের পক্ষে এপিআইএসের ওয়ার্কিং গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করবেন।


গত ২৯-৩০ আগষ্ট চীনের গুয়াংঝুতে স্ট্রেনদেনিং রিজিওনাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কানেকটিভিটি থ্রো দ্য এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে (এপিআইএস) সম্মেলন উপেলক্ষে্য উপলক্ষ্যে এপিআইএস এর ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় সভায় ভিয়েতনামের প্রতিনিধি বাংলাদেশকে আগামী এক বছর সভাপতির দায়িত্ব পালনের প্রস্তাব করলে অন্যদেশের প্রতিনিধিরা তা সমর্থন করেন। চীন এবং ফিলিপাইন সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

এসবিডি নিউজ ডেস্ক