জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: জাপানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই। স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির কুরাওইয়োশি এলাকা থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমটার গভীরে। তবে প্রাথমিক অবস্থায় ইউএসজিএস ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার জানালেও পরে তা ৬ দশমিক ২ মাত্রার বলে জানায়।
…
‘সেভ দ্য চিলড্রেন জাপান’র সিইও কুনিও সেঙ্গা জানান, ভূমিকম্পে অকেন ঘর-বাড়ি ক্ষতি গ্রস্ত হয়েছে এবং প্রায় ৮০ হাজার ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গাতে বিদ্যুৎসংযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান।