সাত পাতার চিঠি (ফাতেমা হক মুক্তা)

সাত পাতার চিঠি (ফাতেমা হক মুক্তা)

 

ছবি: ফাতেমা হক মুক্তা।

***—*** সাত পাতার চিঠি ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************

কোন এক বসন্তের দ্বাদশ তম দিনে
তুমি আমায় যে চিঠিটা লিখেছিলে
আজ বহুকাল পর——
আজ বহুকাল পর, চিঠিটা আবার খুলে পড়লাম।
.
ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে ফিরে
যাবার চেষ্টা করলাম সেদিনের—-
সেই পড়ন্ত বিকেলে।
কি অদ্ভুত—
আজকের মতো সেদিনও ছিল শনিবার।
.
ঝাপসা নয়নে আবার চিঠিটা পড়লাম আবার পড়লাম,
আবার পড়লাম,
আবার পড়লাম আবার তোমাকে নতুন রুপে—-
নতুন রঙে, নতুন তুলিতে আঁকলাম।
.
চিঠি টা ছিল সাত পাতার
তোমার সদ্য যৌবনে লেখা
আমি ছিলাম কিশোরী—-
তখন এ চিঠি পুরো পড়েছিলাম
কি না মনে নেই।
.
আজ এই পড়ন্ত বিকেলে অসংখ্যবার পড়লাম
অসংখ্যবার ফিরে গেলাম
বহুকাল বহুকাল আগে শুণ্যে
তাকিয়ে চোখের জলে মুছে নিলাম নিজ অতীত।
বাস্তবে নাইবা হলাম—
এই সাত পাতার চিঠিতেই না হয়—
আজ আমি আবার তোমার হলাম।
_____________________________________________________________________________

অতিথি লেখক