মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: অবশেষে এলো সেই মাহেন্দ্র ক্ষণ। শুরু হয়ে গেছে বহু প্রতিক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বুধবার সকালে। জানা যাবে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে কে যাচ্ছেন হোয়াইট হাউসে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। মার্কিনিরা বেছে নেবে পরবর্তী চার বছরের জন্য তাদের নতুন নেতা।


সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকায় এখনো ভোট শুরু না হলেও অর্ধশতকের ‍পুরনো প্রথা মেনে মধ্যনরাতেই ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের তিন কেন্দ্রের নিবন্ধিত শ’খানেক ভোটার। অবশ্য এই তিন কেন্দ্রের ভোটে স্বল্প ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত ইলেকটোরাল ভোটেই নির্বাচিত হবেন ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের উত্তরে ছোট্ট শহর ডিক্সভিল নচের ছোট্ট একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ওই কেন্দ্রের ৮ ভোটার। যাতে ৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন হিলারি। এছাড়া ট্রাম্প পেয়েছেন ২ ভোট, গ্যারি জনসন পেয়েছেন ১ ভোট। অবশিষ্ট ভোটটি দেয়া হয়েছে গতবারের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনিকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত ১২টা ১ মিনিটে ডিক্সভিল নচে ভোটকেন্দ্রে ৮ জন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেন। ওই কেন্দ্রে ভোটার ৮ জন হলেও উপস্থিত ছিলেন শতাধিক গণমাধ্যমকর্মী।

এদিকে নির্বাচনের নিয়ম বা ভোটার সংখ্যার যাই হোক না কেন, ডিক্সভিল নচের এ বিজয় হিলারি সমর্থকদের আশার পালে হাওয়া দিতে পারে বলে মনে করছে সিএনএন। কারণ, আগের বেশ কয়েকটি নির্বাচনে এ কেন্দ্রে বিজয়ী প্রার্থীই যে শেষ পর্যন্ত পৌঁছে গেছেন হোয়াইট হাউজে। এর আগে দেখা গেছে, মূল নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই বিভিন্ন জনমত জরিপে হিলারি ক্লিনটনই এগিয়ে রয়েছেন। সর্বশেষ জরিপ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিনটন ৩ পয়েন্ট এগিয়ে রয়েছেন। মঙ্গলবার সকালে সর্বশেষ বার্তা সংস্থা রয়টার্সের জরিপে দেখা গেছে মার্কিন নির্বাচনে হিলারির জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ।

আন্তর্জাতিক ডেস্ক