চন্দনবনের গন্ধ

চন্দনবনের গন্ধ
ছবি: খালেদ হোসাইন।

********************************************************************************************

***—*** চন্দনবনের গন্ধ ***—***
——- খালেদ হোসাইন——-
********************************************************************************************

হেমন্তের শুরুতে এই বিকেলবেলায় কুয়াশা কেমন
ঘিরে ধরেছে গাছপালা। আমি চমকে উঠলাম,
গন্ধহীন এত ধোঁয়া কোথা থেকে এলো?

আমি যখন প্রকৃতির দিকে তাকাই
নৈমিত্তিক দাসত্বের কথা মনেই থাকে না।
চন্দবনের গন্ধে ভরে ওঠে চরাচর।

দুপুরে মাছ ধরা হচ্ছিলো একটা জলাশয়ে
অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল।
কারো চোখে দৃশ্যের আনন্দ, কারো জিহ্বায় জল।
খুব দাপাদাপি করছিল পাঁচ-ছ কেজি-র একেকটা রুই।

আমার তখন মনে পড়লো মৎস্য-জন্মের কথা।
কেবল ডাঙায় তোলার বেদনা নয় বা হেঁসেলের
মশলার গন্ধ বা কমলা রঙের আগুন
বা হাড় থেকে মাংস খসিয়ে নেয়া।

মনে পড়ে গেলো জলের গভীরে সেই শীতলতা-
জলদাম, শ্যাওলাতন্তু- জরায়ুর আমিষগন্ধ
মৃদু স্বাধীনতা।
_______________________________________________________________________

অতিথি লেখক