প্রশাসনে শিঘ্রই পদোন্নতি

প্রশাসনে শিঘ্রই পদোন্নতি

বিশেষ প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: প্রশাসনের তিনটি স্তরে সাড়ে তিন শতাধিক কর্মকর্তার পদোন্নতি চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে অতিরিক্ত সচিব পদে ৪০ থেকে ৪৫ জন, যুগ্মসচিব পদে ১৫০ জন এবং  উপসচিব পদে ১৬১ জনকে পদোন্নতি দেয়া হবে। এর আগে পদোন্নতি বঞ্চিতরাও রয়েছেন এ তালিকায়। তবে এ সংখ্যা কিছু কম বা বেশি হতে পারে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে এসব কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন চূড়ান্ত অনুমোদন দেবে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়ার পরই পদোন্নতি পাবেন এসব কর্মকর্তা। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী জানান, ‘চলতি মাসের মধ্যেই যুগ্মসচিব এবং উপসচিব পদে পদোন্নতির সিদ্ধান্তটি চূড়ান্ত হবে।’ অতিরিক্ত সচিব পদে পদোন্নতির বিষয়টি চূড়ান্ত হচ্ছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, ‘হতেও পারে।’


একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদন উপেক্ষা করে ১৯৮৬ সালের ব্যাচকে এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হচ্ছে। স্বজনপ্রীতি ও ইচ্ছেমতো পদোন্নতি দিতেই এমনটি করা হচ্ছে।  এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. কামাল আব্দুল নাসের মন্তব্য করতে চাননি।


জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের ব্যাচ থেকে অতিরিক্ত সচিব পদে ৪০ থেকে ৪৫ জন, ১১তম ব্যাচ থেকে যুগ্মসচিব পদে ২৫০ জন এবং ২১তম ব্যাচ থেকে উপসচিব পদে ১৬১ জনসহ ৩৫৬ জনকে পদোন্নতি দেয়া হচ্ছে।

বিশেষ প্রতিনিধি