রূপসী বাংলার ভবিষ্যৎ (ফাতেমা হক মুক্তা)
********************************************************************************************
***—*** রূপসী বাংলার ভবিষ্যৎ ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************
এ শহরের প্রতিটা যানবাহনের ভেঁপুতে কান্নার শব্দ অনুভব করি,
সহিংসতায় মৃত লাশের দীর্ঘশ্বাস
ল্যাম্পপোস্টে ঝুলে আছে
রূপসী বাংলার ভবিষ্যৎ।
…
এ দেশে একদিন পদ্মার ঢেউয়েও ফুটত লাল পদ্ম
যমুনায় ভাসতো রূপালী সুখ—
খেঁটে খাওয়া মানুষের মুখেও ছিল অট্ট হাসি
পান খেয়ে ঠোঁট রাঙাতো পল্লী বধূরা।
এ দেশ এখন রক্তে রঙিন—
পোড়া লাশের গন্ধে আকাশ বাতাস ক্ষিপ্ত
অথচ,
একদিন আলোর ইশারায় খুলে যেত সব কটা জানালা
শরতের আকাশে উড়ত সাদা বলাকা।
…
সময় ঘড়ি এখন প্রতি নিয়ত উল্টা ঘোরে
প্রতিনিয়ত মানুষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে
নিঃশ্বাসে নিঃশ্বাসে এখন ধর্ষণের সংবাদ
নীভে যাচ্ছে এক এক করে ফুটফুটে শিশুদের জীবন।
…
বাড়ি বাড়ি এখন আর সন্ধ্যে প্রদীপ জ্বলে না
হাজারো কষ্টে ফুটে আছে কৃষ্ণচূড়া
হাইরে শহর, হাইরে গ্রাম হাইরে আমার সোনার বাংলাদেশ
হাইরে রূপসী বাংলার ভবিষ্যৎ!
_______________________________________________________________________