হ্যাপি বার্থডে (ফারহানা খানম)
~~~~কথাফুল~~~~
–—-ফারহানা খানম——********************************************************************************************
হ্যাপি বার্থডে ফুটপাত ধরে হেঁটে যেতে যেতে
কপালের ঘামটুকু মুছে বল চল বসি কোথাও…
অতঃপর আমরা বসি চায়ের কাপে
আলতো চুমুকে তুমি তুমুল ঝড়
তোল তর্কে আমি নির্বাক!
…
শুভ ও অশুভ আবর্তের ঘোরে
হঠাৎ মনে পড়ে যাওয়া গল্পের মত বল
তারপর কি হল জান?
কি হল? দুষ্টুমি ভরা হাসিতে বললে,
রাজকন্যা পঙ্খীরাজ ঘোড়ায় চেঁপে
রাজকুমারের সাথে ফিরে গেল নিজ দেশে তাই?
…
হ্যাঁ তাইতো!
তবে যাওয়াটা শুধু বাকী হঠাৎ একজোড়া কবিতাসমগ্র
হাতে দিয়ে বললে,
হ্যাপি বার্থডে ‘,অদ্রিকা।’
তোমার জন্মদিন,আমি ভুলিনি
…
অতঃপর স্বপ্নের শরীর থেকে খুলে নেয়া উন্মত্ত
আকাঙ্ক্ষার ঘোর কাটলে
আমরা যে যার পথে ফিরে যাই।
মনে হয় , এ যেন আরেকটা জন্মের কথকতা আমাদের।
__________________________________________________________________