হেমন্তের শেষে (ফাতেমা হক মুক্তা)

হেমন্তের শেষে (ফাতেমা হক মুক্তা)
ছবি: ফাতেমা হক মুক্তা।

***—*** হেমন্তের শেষে ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************

বাতাবী লেবুর শিশির ভেজা পাতায় আমি
রোজ হেমন্ত ছুঁয়ে দেখি।
প্রকৃতির নিয়মেই ফিরে ফিরে আসে হেমন্ত
আবার ফিরে যায়, শেষ হয় এক অন্তরায়
শীত চলে আসে ধান কাটা ফষলের মাঠে।
ক্রমাগত গাঢ় হতে থাকে সে শীত
রুপালী চাঁদভরা কোজাগরী রাতে বইতে থাকে হীমেল হাওয়া।

গুটিসুটি হয় মানুষ আর ঘর ছেড়ে আসা গরুপাল রাখাল
আর বাজাই না ভাটিয়াল বাঁশী।
মরা দিঘীর স্বল্প জলে ধুঁয়া উঠে স্নান সেরে পবিত্র হয় তবুও,
গাঁয়ের বঁধু পাড় ভাঙা পথে হেঁটে চলে ডাহুক ডাহুকী।

রস শুন্য খেজুর গাছ অপেক্ষারত গাছিয়ালের ঘাসফড়িং
ছুটে এসে বসে ঘাসফুলের রক্তডগায়।
কামিনীফুল ঝরে পড়ে দুঃখী প্রেমিকার অভিমানী মুখে
দিগন্ত জুড়ে মন খারাপের ঠনঠনে বাতাসে,
মুখগুঁজে জলকেলি খেলে অগণিত বুঁণোহাস।

সরিষাফুলের হলুদ রঙা মাঠ মাড়িয়ে আমি অপেক্ষা করি তোমার—
আমি অপেক্ষা করি বসন্তের…।
_______________________________________________________________________

অতিথি লেখক