ঠাকুরঘর (ফাতেমা হক মুক্তা)
***—*** ঠাকুরঘর ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************
সূর্যের সাথে প্রদীপের তুলনা কি চলে?
প্রদীপ একটি ঘর আলোকিত করে,
বা একটি বাড়ি —
ঠিক তোমার মতো।
…
আর সূর্য—
সূর্য আলোকিত করে পুরো পৃথিবী।
তোমার আঙিনা, আমার আঙিনা—
সবার, ঠিক আমার মতো।
এটা কি অন্যায়, বলো?
এ আমার অহংকার ভাবলে ভুল করবে তুমি,
তোমরা সকলেই— সূর্যও মেঘে ঢাকে,
কুলসিত হয় মাঝেমাঝে নেমে আসে আঁধার,
সে কি স্থায়ী, তুমিই বলো?
…
এই হচ্ছে আমি, তুমি আমরা আমাদের পার্থক্য।
আমিও চেয়েছিলাম তুমি সূর্য হয়েই থেকে যাও
আমার ভুবনজয়ী হয়ে, কিন্তু তুমি হলে শপ্ত প্রদীপ।
হালকা ঝড়ো হাওয়াই নিভে গেলে
আঁধার হয়ে গেলো ঠাকুরঘর।
_______________________________________________________________________