পুলিশের গাড়ি বহরে হামলা

পুলিশের গাড়ি বহরে হামলা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আফগানিস্তানের হেলম্যান্ড প্রদেশে পুলিশের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ২৬ ডিসেম্বর (সোমবার) প্রদেশটির লাশকারঘা শহরে গাড়ি বোমা হামলার মাধ্যমে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগানিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ।


সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। প্রদেশটির গভর্নরের মুখপাত্র ওমার যাউয়াক জানান, কান্দাহার থেকে লাশকারঘা যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। এসময় গাড়ি বহরটিতে দেশটির উচ্চ পদস্থ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles