শ্রাবণ প্রকাশনীর ‘নিষিদ্ধতা’ স্থগিত
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: শর্তসাপেক্ষে এবারের বই মেলায় অংশ নিতে পারবে শ্রাবণ প্রকাশনী। ৩০ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় বাংলা একাডেমির কাউন্সিল সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। শ্রাবণ প্রকাশনীকে বইমেলায় ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলা একাডেমি। বাংলা একাডেমি বইমেলা কমিটির সচিব জালাল আহমেদ জানিয়েছিলেন, ১০ নভেম্বর বাংলা একাডেমির কাউন্সিল সভায় শ্রাবণ প্রকাশনীকে বইমেলায় ২ বছরের জন্য নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বইমেলায় বাংলা একাডেমি পরিস্থিতি বিবেচনা করে ইসলাম বিতর্ক নামে একটি বই নিষিদ্ধ করেছিল।
…
একাডেমির সেই সিদ্ধান্তের বিরোধীতা করেছিলেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান। এটি অমর একুশে বইমেলার নীতিমালা ও স্বার্থের পরিপন্থী। আর এ জন্য বৃহত্তর স্বার্থে বাংলা একাডেমির বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। বইমেলায় শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম ও লেখক-সাহিত্যিকদের কঠোর সমালোচনার মুখে পড়েন একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। এর প্রতিবাদে ২৭ ডিসেম্বর ‘লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী ও নাগরিকবৃন্দ’ ব্যানারে এক সভা থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে শামসুজ্জামান খানের পদত্যাগের দাবি ওঠে। ১৫ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে ইসলাম বিতর্ক বই প্রকাশের জন্য তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ওই বইয়ের লেখক-প্রকাশকসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।