সর্দি-কাশিতে তুলসি চা

সর্দি-কাশিতে তুলসি চা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: সর্দি-কাশি অথবা গলা খুসখুসে এক কাপ গরম তুলসি চা দিতে পারে আরাম। হিম হিম ঠাণ্ডার সন্ধ্যায় পান করতে পারেন এই চা।

যেভাবে বানাবেন তুলসি চা:-

উপকরণ:
পানি- ৩ কাপ
আদা কুচি- আধা চা চামচ
মধু- ৫ ফোঁটা
তুলসি পাতা- ১৫ টি
লেবুর রস- ১০ ফোঁটা
সবুজ এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালি
চা বানানোর পাত্রে ৩ কাপ পানি নিন। তুলসি পাতা কুচি, আদা কুচি ও ইলাচ গুঁড়া দিয়ে দিন পানিতে। ১০ মিনিট ফুটান। ছেঁকে চায়ের কাপে ঢালুন। মধু ও লেবুর রস দিয়ে নেড়ে গরম গরম পরিবেশন করুন তুলসি চা।


এসবিডি নিউজ ডেস্ক