লাল বা কমলা সুখ (ফাতেমা হক মুক্তা)
***—*** লাল বা কমলা সুখ ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************
আমার কষ্ট গুলোকে আজ গুচ্ছ গুচ্ছ করে রেখে আসবো খোলা ছাদে,
প্রচণ্ড শীতে সে কষ্ট সারারাত শিশিরে ভিজবে—
সারারাত ভিজেভিজে রঙ বদলে যাবে,
কষ্টের রঙ শিশিরে ধুয়ে হবে কমলা বা লাল।
আমি জেগে থাকবো জানালায় আবার জীবন্ত হবার স্বাধে,
আকাশ দেখবো, তারা দের সাথে খেলবো
ইশারার খেলা চোখে চোখ রাখবো জোনাকির।
চাঁদের নীল আলোয় স্নান সেরে–
কপালে চন্দ্রটিপ আর, আর পরবো লাল পেড়ে সাদা শাড়ী।
সাদা শাড়ী পরে, সাদা পাখা মেলে পুরনো চিঠি গুলো পড়বো।
…
তখন, তখন কষ্ট গুলো সত্যি কুয়াশায় ধুয়ে হবে শুভ্র।
কেউ জানবে না সেই নিশি রাতের হাহাকার–
মন ভোলাতে মরিয়া হবে
রাতের অভিমানী ফুল রাত জাগা পাখি গাইবে দুঃখ গান।
আমি তখন— আমি তখন,
সবার মাথায় হাত বুলিয়ে সব কষ্ট গুলো ধুয়ে ধুয়ে—-
লাল বা কমলা সুখ এনে দেবো।
________________________________________________________________________