মার্কিন হুমকি ॥ ইরানের প্রত্যাখ্যান
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ৩ ফেব্রুয়ারী (শুক্রবার) এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
…
নতুন করে ইরানের কমপক্ষে ১৩ জন ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ইরান আগুন নিয়ে খেলা করছে। তারা বুঝত না প্রেসিডেন্ট ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন। তবে আমি মোটেও তেমনটি নই।’ তবে ট্রাম্পের এমন হুঙ্কারকে প্রত্যাখ্যান করে ইরান বলেছে, তারা একজন অনভিজ্ঞ লোকের পক্ষ থেকে ‘গুরুত্বহীন’ মার্কিন হুমকির কাছে মাথা নত করবে না।