কাবুলে আত্মঘাতী বোমা হামলা: নিহত ২০, আহত ৪৫

কাবুলে আত্মঘাতী বোমা হামলা: নিহত ২০, আহত ৪৫

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের সামনে ৭ ফ্রেব্রুয়ারী (মঙ্গলবার) আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিবুল্লাহ দানিশ বলেছেন, পায়ে হেটে এসে এক আত্মঘাতী হামলাকারী আদালতের গাড়ি পার্কিং এলাকায় বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। অফিস শেষে ঘরমুখী কর্মচারীরাই হামলাকারীর লক্ষ্যবস্তু ছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলো এ ধরণের হামলা চালিয়ে থাকে। জাতিসংঘ জানিয়েছে, ২০১৬ সালে হামলায় ৩ হাজার ৪৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles