গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ জনের অবস্থা আশংকাজনক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ জনের অবস্থা আশংকাজনক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কম: রাজধানীর লালবাগে মিষ্টির দোকনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৫টার দিকে লালবাগ চৌরাস্তার ‘মিঠাই’ নামের দোকানে এ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢামেক নেয়া হয়।


দগ্ধদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- সাব্বির (২২), মকবুল হোসেন (৩৫), সবুজ (২০), মারুফ হোসেন (২০), ফারজানা পান্না (২৮), সোনাম উদ্দিন (৫০) ও হজরত আলী (৪৫)।


লালবাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইব্রাহীম খান বলেন, লালবাগ চৌরাস্তা মোড়ের একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল সাংবাদিকদের জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি