রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট: নিহত ১, আহত ২

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট: নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কম: রাজধানীর পৃথক এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. পারভেজ (২৫) নামের একজন নিহত এবং ইমন (১২) ও রাজু (১১) নামের দু’জন আহত হয়েছেন। ১ মে (সোমবার) দুপুর ১টায় রাজধানীর শাহজাহানপুর কলোনিতে নতুন বাসায় আসবাবপত্র সাজাচ্ছিলেন পারভেজ। স্টিলের আলমারি বসানোর সময় সেটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে লাগে। এতে পারভেজ গুরুতর আহত হন। পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ‍উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।


এদিকে পোস্তগোলা ফায়ার স্টেশনের সামনের গাছে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় ইমন ও রাজু। পোস্তাগোলা ফায়ার স্টেশনের ইউনিট প্রধান সাইদুর রহমান জানান, তারা আম পাড়তে গাছে উঠেছিল। ওই গাছের পাশে একটি বৈদ্যুতিক তারের বাক্স ছিল। সেটিতে তারা পা দিলে স্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ইমনের শরীরের ৫৫ শতাংশ ও রাজুর ৭ শতাংশ পুড়েছে।

নিজস্ব প্রতিনিধি