কাছাকাছি (ফাতেমা হক মুক্তা)
***—*** কাছাকাছি ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************
যে পথ গিয়েছে বেঁকে তোমার বাড়ির পাশে
আমি না হয় পথিক হব, সে পথের আশেপাশে ।
ক্লান্ত হলে ঘুমিয়ে যাব
নদীর পাড় ঘেঁষে তুমি না হয় দেখে যেও নিঝুম রাতে এসে ।
…
জোনাকিদের বলে দিও আমার সঙ্গী হতে
ঝিঁঝিঁ পোকা গান শুনিয়ে ঘুমায় যেন সাথে ।
ভুল করেও ছুঁইয়ো না যেন আমার
নষ্ট দেহ তুমি-আমি যে কাছাকাছি দেখে না যেন কেহ ।
সকালকে ডেকে বলে যেও আমার দুঃখের কথা
আদর দিয়ে যেন ভুলিয়ে দেয় সকল বুকের ব্যথা ।
…
তোমার বাড়ির পুকুর ঘাটে দুপুরবেলা
যাব জলপদ্মের সাথে আমি মনের কথা কব ।
…
বিকেল বেলা হাঁটব একা বাড়ির পাশের মাঠে
আমার চোখের জলে ভেসে সূর্য যাবে পাটে ।
এমনি করে থাকব পাশে সারা জনম ধরে
তোমার আঙিনায় কবর হবে যেদিন যাব মরে ।
_______________________________________________________________________