অস্ট্রেলিয়ায় ঈদ করবেন ফখরুল

অস্ট্রেলিয়ায় ঈদ করবেন ফখরুল

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: অস্ট্রেলিয়ায় ঈদ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সফরকালে তিনি চিকিৎসাও নেবেন।  ২০ জুন (মঙ্গলবার) রাতেই ঢাকা ত্যাগ করবেন তিনি। সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল নিজেই।


বিএনপির মহাসচিব জানান, মঙ্গলবার রাতেই তার ফ্লাইট। আগামী ৩০ জুন তিনি দেশে ফিরবেন। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ায় তার মেয়ের সঙ্গে ঈদ করবেন। তার কন্যা সে দেশে একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন।


সম্প্রতি চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে যাওয়ার সময় রাঙ্গুনিয়ায় হামলার শিকার হন ফখরুল। তার শরীরের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো।’ বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল অস্ট্রেলিয়ায় চিকিসা গ্রহণ করবেন এবং তার মেয়ের সঙ্গে ঈদ করবেন।

এসবিডি নিউজ ডেস্ক