রহস্যময় ভালোবাসা (ফাতেমা হক মুক্তা)

রহস্যময় ভালোবাসা (ফাতেমা হক মুক্তা)

**—*** রহস্যময় ভালোবাসা ***—***
——- ফাতেমা হক মুক্তা——-

ছবি: ফাতেমা হক মুক্তা।


********************************************************************************************

যুক্তির বাইরেও যে রহস্য আছে তা ভেদ করেই—
তোমার-আমার ভালোবাসা।

এ সমাজ কি পেরেছে, সে রহস্য ভেদ করতে ?
সেদিন বিকেলে ঝিরিঝিরি হাওয়ায় দুলেছিল
তোমার সেই ঝলমলে থোকা থোকা চুল গুলি
হারানো প্রেমের সুর তুলেছিল — তোমারই পোষা ময়নাটা।

আমিও সেদিন– লজ্জা ভুলে তোমার হাত ধরেছিলাম জাত,মান,
কূল বিসর্জন দিয়ে– তোমার শরীরের ঘ্রাণে প্রেমমগ্ন হয়ে পড়েছিলাম।

তোমার চোখে মুখে ছিল
আমাকে পাবার আজন্মের আকাঙ্ক্ষা
সারা শরীরে ছিল ভালোবাসার কমলতা
আমিও স্বপ্নকাতর হয়ে গড়েছিলাম রহস্যময় ভালোবাসা।
____________________________________________

অতিথি লেখক