রহস্যময় ভালোবাসা (ফাতেমা হক মুক্তা)
**—*** রহস্যময় ভালোবাসা ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************
যুক্তির বাইরেও যে রহস্য আছে তা ভেদ করেই—
তোমার-আমার ভালোবাসা।
…
এ সমাজ কি পেরেছে, সে রহস্য ভেদ করতে ?
সেদিন বিকেলে ঝিরিঝিরি হাওয়ায় দুলেছিল
তোমার সেই ঝলমলে থোকা থোকা চুল গুলি
হারানো প্রেমের সুর তুলেছিল — তোমারই পোষা ময়নাটা।
…
আমিও সেদিন– লজ্জা ভুলে তোমার হাত ধরেছিলাম জাত,মান,
কূল বিসর্জন দিয়ে– তোমার শরীরের ঘ্রাণে প্রেমমগ্ন হয়ে পড়েছিলাম।
…
তোমার চোখে মুখে ছিল
আমাকে পাবার আজন্মের আকাঙ্ক্ষা
সারা শরীরে ছিল ভালোবাসার কমলতা
আমিও স্বপ্নকাতর হয়ে গড়েছিলাম রহস্যময় ভালোবাসা।
____________________________________________