জলজ (ফারহানা খানম)
~~~~জলজ~~~~
–—-ফারহানা খানম——********************************************************************************************
আজকাল যখন তখন জোর বৃষ্টি নামে
তুমুল হাওয়ায় খুলে যায় জানালার শার্শিগুলো
ঘরময় ধুলোর প্রলেপ
চারদিকে উপচানো জল… অবিন্যস্ত শহর ,জনপদ।
টিভি চ্যানেল আর খবরের কাগজে
দুর্গত মানুষের বিপন্নতার চিত্র।
…
একটা বিষাদের মেঘ সেঁটে থাকে দৃষ্টিতে
আর গুমোট দুপুরটা গা এলিয়ে পড়ে থাকে বিছানায়
হুট-হাট রোদ ও ওঠে
আলগোছে মেলে দেয় তার আয়েশি আঁচল।
…
রোদ-বৃষ্টির এই অচেনা সখ্যতার সাথে
আমার পরিচয় নেই
কিন্তু ঘোর বর্ষার ভাংচুরের সাথে
পরিচয় ত অনেক আগে থেকেই
তাই বিষাদের পুরনো চিত্রকল্প চোখে ভাসে বার বার।
…
সত্যব্রত তুমি কি তখনো নূপুরের কথাই ভাবো?
একদিন বলেছিলে জল-তরঙ্গের সাথে
নূপুরের বোলের একটা সুর-সঙ্গম আছে
সে কথা ভাবতে ভাবতেই কি
এক বুক তেষ্টা নিয়ে বেড়িয়ে যাও তাল শাঁসের মত?
…
জলজ বিকেলটাকে উপভোগ্য করার অভিপ্রায়ে
জল-নিমগ্ন শহরে জোনাক খুঁজবো আজ
মিশে যাই নাগরিক কোলাহলেই।
__________________________________________________________________