বহুকালের ইচ্ছে (ফাতেমা হক মুক্তা)
********************************************************************************************
যাদুকাটা নদীতে পা ডুবাবার ইচ্ছে
বহুকালের মেঘলা মদির দুপুরবেলা ক্ষণিক আবেশে–
ইচ্ছে মন ভেজাবার, অদ্শ্য শিকলে আবদ্ধ এই আমি শুধুই অন্যের ইচ্ছের ঘরে বন্দি।
কখনও আমার মুখ পানে খেয়াল করে তোমরা দেখেছ?
আমার চোখে মুখে এ কোন বিষাদের প্রতিমূর্তি কি অন্তহীন দহনে জ্বলছি —
অনুভব করেছ? অপরাধ তো আমার একটাই তোমাকে ভালোবাসি,
এই অপরাধে আর কতবার দণ্ডিত হবো?
বন্ধনহীন সংসার করেছ কখনও?
আমার এ বুকে চেপে রাখা যে কষ্ট—
আজ আর সিঁথীর সিঁদুরে ঢাকে না।
ঢাকে না আমার কষ্ট কপালের টিপেও, তবুও,
নিজ অবস্থান উপেক্ষা করে মনের ভিতর বারবার প্রশ্ন জাগে—
তুমি ভালো আছো তো???
_______________________________________________________________________