ভেজা দুটি চোখ (ফাতেমা হক মুক্তা)

ভেজা দুটি চোখ (ফাতেমা হক মুক্তা)
ছবি: ফাতেমা হক মুক্তা।

***—*** ভেজা দুটি চোখ ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************

খুব প্রিয় কারো মুখ মনে পড়তেই
আকাশের দিকে ফিরে ফিরে তাকাই,
কতশত দিন যে আমার আকাশ দেখতে দেখতে
দুচোখ জলে ভিজেছে।


আকাশের ঐ সপ্তর্ষিমন্ডলীকে প্রশ্ন করি
এটা, ওটা ভেবে ভেবে কত যে,
সে আমি ছাড়া আর কে জানে।


শুধুই মনে হয় আকাশে কেবলই
আমার মত অবাঞ্চিতদের নাম লেখা থাকে
তারার ফাঁকে ফাঁকে আঁকে দুঃখিদের প্রতিচ্ছবি
আবার মনে হয় কখনও কখনও
আকাশে হয়ত কেবলই হারিয়ে যাওয়া মানুষরা থাকে।


আচ্ছা আমারই মতো প্রত্যেকটা মানুষেরই কি থাকে
এক একটা নিজ নিজ আকাশ?
সেই আকাশকে কেন্দ্র বিন্দু করেই কি
প্রতিটা মানুষ বেঁচে থাকে?


ঐ যে দক্ষিন কোণের আকাশ
ঠিক তার পাশেই ছিল আমারও একটি আকাশ
সে আকাশ প্রায়ই মেঘলা থাকতো
ঐ আকাশের দিকে তাকালেই আমার
ভেজা দুটি চোখ সমুদ্র হয়ে যেত।

_______________________________________________________________________

অতিথি লেখক