হাজার বছরের পুরনো রাত? (অনল রায়হান)
***—***হাজার বছরের পুরনো রাত? ***—***
——-অনল রায়হান——-
********************************************************************************************
…
হাজার বছরের পুরনো রাত?
…
সে তো বেশ জমকালো ছিল হে !
তোমায় আসছে রাতের গল্প বলি, শোনো।
…
সূর্য ওঠেনা আজ কত যুগ হলও?
ক্রূর কালো আকাশে একচোখা পিশাচের মত
ম্যান্দা মেরে আছে কালিগোলা চাঁদ। আকাশের
ফুটোফাটা ঢাকবার জন্য একটা নোংরা ন্যাকড়ার ফালি যেন।
…
তুমি আর আমি কতটা খুঁজেছি…
একটা নক্ষত্রও নেই কোথাও।
বলছি কি, আকাশ বলেই যে কিছু নেই আর এখন !
তুমি আর আমি কতটা তাকিয়েছি হাওয়ায়…
একটা কিচ্ছু নেই। শুধু ওই পিশাচ কালো ন্যাকড়া ছাড়া।
তবু ওই ন্যাকড়াটাই যে এখন আমাদের স্বপ্নসীমানা হয়ে আছে।
একবার যদি ওটা পেরিয়ে যাওয়া যায় !
আবার ধরা দিত আলো। দেখা মিলত সব।
…
হাজার বছরের পুরনো রাত…
এই দিয়ে গেছ তুমি দিন কে দিন ধরে।
কোটি কোটি মাইল জুড়ে বিষ ঢেলে গেছ
গ্রহ উপগ্রহ ঢেকে ফেলেছ দানব বাতাসে।
এক চিলতে আলো আসবার সাধ্য কি আর আছে?
…
তুমি আর আমি অবয়বহীন শূন্যে তাকিয়ে থাকি দেদার।
আসবে কি কেউ কাল? পরশু? অথবা
না হয় আরও দুদিন পরে, ঐ ভয়াল ন্যাকড়ার
ওপার কোথাও থেকে।
আমাদের দুটিকে পরম আদরে তুলে নিয়ে যাবে
অন্য আলোর অন্য পুরাঘরে…
…
এই এককানা রাত আর কত সহস্রাব্দ যাবে?
…
ফসিলেরও কষ্ট আছে।
দুঃখ হয়।
স্বপ্ন থাকে।
_______________________________________________________________________