কাগজের পুতুল (ফাতেমা হক মুক্তা)

কাগজের পুতুল  (ফাতেমা হক মুক্তা)

ছবি: ফাতেমা হক মুক্তা।

***—*** কাগজের পুতুল ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************

সংগোপনে আঁধারেই বিচরণ করি আমি এখন–
বুকের বাম কোণে লালন করি,
আজও তোমায়! অতীতের আলমারিতে ঠাসা তোমার স্মৃতী,
  আমি কেবলই তার বাহক।
অবিরত ছুটে চলা সেই আমি— এখন নির্বাক,
মলিন মুখো কাগজের পুতুল,
বাতাসের আরশিতে এখন আর আমার নাম নেই
আমি বহুকালব্যাপী অন্তরালের।
এক সময় মানুষ হবার স্বপ্নে বিভোর ছিলাম
অন্তরে বাসনা ছিল তোমাকে পাবার আমিও শুধুই তোমারই ছিলাম।
কিন্তু এখন, এখন যে আমি নিজেই সবার।
মৃত্যু আমাকে অবিরাম নাম ধরে ডাকে
জ্বালানো প্রদীপ টা নিবুনিবু করে আমিও
স্বপ্নহীন ঘুমায়, একা অন্ধকূপে দূরাশা বুকে চেপে বসে থাকি,
ঘন আঁধারের হাত ধরে।

_______________________________________________________________________

অতিথি লেখক