দুঃখের প্রতিচ্ছবি (ফাতেমা হক মুক্তা)
***—***দুঃখের প্রতিচ্ছবি ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************
যে সুরে হারাই আমি দিবা নিশি
তুমিও না হয় আজ আসো পূর্ণিমা শশী
কোথায় যেন বাজছে আজ সেই হারানো সুর
তুমি কি তবে আসলেই দূর বহুদূর —– ?
…
আমি তো বাতাসেও ভিজি সামান্য বিরহে
কোথা থেকে যেন দল বেঁধে নামে কষ্টরা এ দেহে
এ কেমন তুমি ওগো, ভালোবাসায় বা কেমন
জ্বালাও শুধু আমাকে, নিজে জ্বলনা তেমন ।
…
আমি না হয় জ্বলবো আরো পুড়ে হবো ছাই
ভালোবাসা নাইবা পেলাম, কবিতা তো পাই
পুড়েই তো হয়েছি আমি প্রেমময় কবি
সুখের বা নাই হলাম, হলাম তো দুঃখের প্রতিচ্ছবি ।
_______________________________________________________________________