প্রধান বিচারপতি’র ছুটির আবেদন
নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২ অক্টোবর (সোমবার) এ বিষয়ে তিনি আবেদন করেন। আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এক মাসের ছুটি চেয়েছেন। আবেদনে আগামীকাল থেকেই তিনি ছুটিতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
…
এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে আগামীকাল মঙ্গলবার। এদিন থেকেই তিনি ছুটিতে যাওয়ার আবেদন করলেন। এর আগে ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিল। আর প্রধান বিচারপতি ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে ছিলেন।
…
প্রধান বিচারপতি ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
…
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার চাকরির আরও ৪ মাস বাকি আছে। তার চাকরির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩১ জানুয়ারি।