অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ছুটির আবেদনে রাষ্ট্রপতির অনুমোদনে প্রজ্ঞাপন জারির পরে ১৩ অক্টোবর ( শুক্রবার) অস্ট্রেলিয়া বিদেশে যাচ্ছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। আগামী ১০ নভেম্বর তার দেশে ফেরার কথা। গতকাল ১২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে প্রজ্ঞাপন জারির পর আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়েছেন। প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার চিঠিতে রাষ্ট্রপতির সইয়ের পর সকল আনুষ্ঠানিকতা শেষে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
…
গত ১৩ অক্টোবরের নিকটবর্তী সময়ে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছিলেন প্রধান বিচারপতি এস.কে সিনহা। কিছুদিন আগে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহা তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। যার মেয়াদ ২০২০ সালের অক্টোবর পর্যন্ত।
…
এর আগে এক মাস অবকাশকালীন ছুটি কাটিয়ে সর্বোচ্চ আদালত খুললে ২ অক্টোবর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে আবার এক মাস ছুটি প্রয়োজন উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির বরাবর আবেদন করেছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
…
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।