মৃত মানবীর অবয়ব (ফাতেমা হক মুক্তা)

মৃত মানবীর অবয়ব (ফাতেমা হক মুক্তা)
ছবি: ফাতেমা হক মুক্তা।

***—***মৃত মানবীর অবয়ব ***—***
——- ফাতেমা হক মুক্তা——-
********************************************************************************************

হৃদয়ের রক্তক্ষরণ থেমে গিয়েছে বহুকাল
আগে কবিতার লাইনও এলোমেলো কত কাল,
কত ভোর কেটে গেল তুমিহীন
সম্পর্ক বুঝি এভাবেই স্পর্শের বাইরে চলে যায় ?


ঘড়ির কাঁটা তবুও ঘুরতে থাকে
তবুও সময়রা এক এক করে আমাকে পেরিয়ে যায়
আমিই শুধু পড়ে থাকি হতাশায়
আমিই শুধু অজানায় হারিয়ে যাই ।


নীরব অভিমানে কেবলই , মৃত্যুর অপেক্ষা করি
অন্তরীক্ষের বেদনায় আমি এক ঝুলন্ত মানবী ।
জীবনের সব কোলাহল মাড়িয়ে আজ আমি একা
চোখের কাজল ধুয়ে গিয়েছে, চোখেরই জলে ।


তবুও, তবুও জীবন থেমে নেই,
চলছে একে কতটা চলমান বলে,
জানা নেই বেঁচে যে আছি, মাঝে মাঝেই ভুলে যাই
আমি বুঝি, “মৃত মানবীর অবয়ব” ?

_______________________________________________________________________

অতিথি লেখক