অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় রদবদল

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় রদবদল

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ১৪ জানুয়ারি রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দফতরের গাজী মো. মোজাম্মেল হককে পুলিশ সদর দফতরে; পুলিশ সদর দফতরের এসএম আক্তারুজ্জামানকে পুলিশ সদর দফতরে; পুলিশ সদর দফতরের মো. মনিরুল ইসলামকে পুলিশ সদর দফতরে; পুলিশ সদর দফতরের মো. রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে; পুলিশ সদর দফতরের মো. রেজাউল হককে পুলিশ সদর দফতরে; পুলিশ সদর দফতরের মো. মনিরুজ্জামানকে পুলিশ সদর দফতরে; পুলিশ সদর দফতরের কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদর দফতরে; সিআইডির মো. রেজাউল করিমকে পিটিসি, নোয়াখালীতে; ডিএমপির মো. হারুন-অর-রশীদকে এন্টি টেররিজম ইউনিটে; ডিএমপির শেখ নাজমুল আলমকে ডিএমপিতে; ডিএমপির মহা. আশরাফুজ্জামানকে ডিএমপিতে; ডিএমপির মো. ইমাম হোসেনকে ডিএমপিতে; এসবির এ জেড এম নাফিউল ইসলামকে এসবিতে; ডিএমপির মোহাম্মদ আবুল ফয়েজকে চট্টগ্রাম রেঞ্জে; নরসিংদীর আমেনা বেগমকে সিএমপিতে; এসপিবিএনর মো. হায়দার আলী খানকে এন্টি টেররিজম ইউনিটে; এসবির মো. আজাদ মিয়াকে বরিশাল রেঞ্জে; পুলিশ সদর দফতরের মো, মাহবুবুর রহমান ভূইয়াকে এপিবিএনে; ডিএমপির আতিকা ইসলামকে র‌্যাবে; এসএমপির বাসুদেব বনিককে সারদায় ও সিএমপি’র মো. সুজায়েত ইসলামকে আরএমপিতে বদলি ও পদায়ন করা হয়েছে।


এ ছাড়া ডিএমডির মো. মোজাম্মেল হককে র‌্যাবে; শেরপুরের মো. রফিকুল হাসান গনিকে র‌্যাবে; মানিকগঞ্জের মাহফুজুর রহমানকে বিএমপিতে; এনটিএমসির মো. মনির হোসেনকে ডিএমপিতে; আরএমপির এ কে এম নাহিদুল ইসলামকে খুলনা রেঞ্জে; ব্রাহ্মণবাড়িয়ার মো. মিজানুর রহমানকে পুলিশ সদর দফতরে; মাগুরার মো. মুনিবুর রহমানকে সিআইডিতে; হাইওয়ে পুলিশের পরিতোষ ঘোষকে এসএমপিতে; নড়াইলের সরদার রকিবুল ইসলামকে কেএমপিতে; পিবিআইর মো. মজিদ আলীকে রংপুর রেঞ্জে; ডিএমপির জয়দেব কুমার ভদ্রকে সিলেট রেঞ্জে; বগুড়ার মো. আসাদুজ্জামানকে ঢাকা রেঞ্জে; বরিশাল রেঞ্জের মো. আকরাম হোসেনকে টিঅ্যান্ডআইএমে; সিআইডির মো. কাইয়ুমুজ্জামান খানকে র‌্যাবে; পিটিসির মো. হাবিবুর রহমানকে নৌ পুলিশে; সিএমপির সালেহ মোহাম্মদ তানভীরকে পিটিসিতে; বিএমপির মোহা. আবুল কালাম আজাদকে সিআইডিতে; কেএমপির মো. মাহবুব হাকিমকে ট্যুরিস্ট পুলিশে; আরএমপির সরদার তমিজ উদ্দিন আহমেদকে এসবিতে; রংপুর রেঞ্জের চৌধুরী মঞ্জুরুল কবিরকে র‌্যাবে; সিলেট রেঞ্জের মো. নজরুল ইসলামকে টিঅ্যান্ডআইএমে; খুলনা রেঞ্জের মো. একরামুল হাবীবকে সিআইডিতে; এসবির একেএম আওলাদ হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে; চট্টগ্রাম রেঞ্জের কুসুম দেওয়ানকে সিএমপিতে; সিআইডির মো. মোখলেছুর রহমানকে বিএমপিতে; র‌্যাবের খোন্দকার রফিকুল ইসলামকে সিআইডিতে এবং র‌্যাবের মো. জসিম উদ্দিনকে সিআইডিতে বদলি ও পদায়ন করা হয়েছে।


নরসিংদী, শেরপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, নড়াইল ও বগুড়ায় কর্মরত কর্মকর্তাগণ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার (এসপি) পদায়ন না করা পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় এসপির দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিনিধি