বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরন

বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরন

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরনের ফলে অন্তত ৩৮ জন নিহত এবং শতাধিক আহত হন বলে পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে। ১৫ জানুয়ারি (সোমবার) এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান জানান, বাগদাদের কেন্দ্রস্থলের আল তেয়ারান স্কোয়ারে একদল শ্রমিকের ভিড়ের মধ্যে দুজন আত্মপঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।


ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃতের সংখ্যা অন্তত ১৬ এবং ৬৫ জন আহত হন বলে জানিয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বাগদাদের পূর্বাঞ্চলের সদর শহর এবং ইউফ্রেটিস নদীর উপর আল জুমারিয়াহ সেতুর প্রধান সংযোগস্থল আল তেয়ারান স্কোয়ার। এই স্কোয়ারের সব রাস্তা এখন বন্ধ করে দেয়া হয়েছে। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

[সূত্র: আল জাজিরা]

আন্তর্জাতিক ডেস্ক