প্রিয় বসন্ত (ফাতেমা হক মুক্তা)
~~~প্রিয় বসন্ত~~~
—ফাতেমা হক মুক্তা—
—ফাতেমা হক মুক্তা—
এবারের বসন্ত আমার খুব প্রিয়
এবারের বসন্তে বৃষ্টি হয় পাখিরা গান গায়–
এখন আর আমাকে অসমাপ্ত প্রশ্ন তাড়া করেনা
আমার আকাশ আর এখন আঁধারে ঢাকে না।
এবারের বসন্তে বৃষ্টি হয় পাখিরা গান গায়–
এখন আর আমাকে অসমাপ্ত প্রশ্ন তাড়া করেনা
আমার আকাশ আর এখন আঁধারে ঢাকে না।
…
আমি এখন বাসন্তী রঙা শাড়ী পরি
আমি এখন গভীর রাতে রাতজাগা পাখির গান শুনি
এখন আমি — বৃষ্টিভেজা বৃক্ষদের সাথে রুপকথার গল্প করি।
আমি এখন বাসন্তী রঙা শাড়ী পরি
আমি এখন গভীর রাতে রাতজাগা পাখির গান শুনি
এখন আমি — বৃষ্টিভেজা বৃক্ষদের সাথে রুপকথার গল্প করি।
…
এবারের বসন্ত আমার খুব প্রিয়
এবারের বসন্তের স্নিগ্ধ হাওয়া আমার শরীরে মাখি,
এখন আর আমি ধর্ষিত হই না
এখন আমার সত্তার ভীতরে উঁকি দেয় একশত নব্বই টা সদ্য ফোঁটা গোলাপ–
আমি এখন কারণে অকারণে তেপান্তরে হারিয়ে যাই।
…
এবারের বসন্ত আমার খুব প্রিয়
এবারের বসন্তে বৃষ্টি হয়
আমরাও সে জলে গা ভাসায়
আমরাও মেঘের ডাক শুনি
আমরাও আঁধারঘেরা আকাশ গুনি।
…
এবারের বসন্ত আমার খুব প্রিয় এবারের বসন্তে —
আমার ভালোবাসা দিক বদলায়
দুজন দুজনার অন্তর অন্তরায়
চুপিসারে আমাদের কথা হয়
চুপিসারে বসন্তের ফুল কুড়ায়
এবারের বসন্ত আমার খুব, খুব প্রিয়।
________________________________________________________
এবারের বসন্ত আমার খুব প্রিয়
এবারের বসন্তের স্নিগ্ধ হাওয়া আমার শরীরে মাখি,
এখন আর আমি ধর্ষিত হই না
এখন আমার সত্তার ভীতরে উঁকি দেয় একশত নব্বই টা সদ্য ফোঁটা গোলাপ–
আমি এখন কারণে অকারণে তেপান্তরে হারিয়ে যাই।
…
এবারের বসন্ত আমার খুব প্রিয়
এবারের বসন্তে বৃষ্টি হয়
আমরাও সে জলে গা ভাসায়
আমরাও মেঘের ডাক শুনি
আমরাও আঁধারঘেরা আকাশ গুনি।
…
এবারের বসন্ত আমার খুব প্রিয় এবারের বসন্তে —
আমার ভালোবাসা দিক বদলায়
দুজন দুজনার অন্তর অন্তরায়
চুপিসারে আমাদের কথা হয়
চুপিসারে বসন্তের ফুল কুড়ায়
এবারের বসন্ত আমার খুব, খুব প্রিয়।
________________________________________________________