অন্তর্ধান (ফারহানা খানম)
—–অন্তর্ধান—–
~~~ফারহানা খানম~~~
***************************************************
রোদ্দুরের সাথে গভীর সখ্যতা আমার
অথচ দিন ফুরোবার আগেই গাঢ় হতে থাকে সুগন্ধার জল
এই অন্তর্ধান নিয়ে কোন অনুযোগ নেই
ছিলও না কখনো
তাই পরিযায়ী মেঘের বুকে
কথারা স্বপ্ন বোনে কথারা
অপেক্ষায় থাকে কথারা
ডালপালা ছড়ায় …
বিষবৃক্ষকে আশ্রয় করে সংগোপনে
সম্পর্কের শেকড় ছিঁড়ে সময়কে দোষরোপ করে
আর আমি দূরত্বের সাঁকো ধরে চলে যাই
অনেকটা পথ অটুট গাম্ভীর্যে আড়াল করি অস্বস্তি …।