“এখনো অশ্রু ঝরে” __ ফাতেমা হক মুক্তামনি।
—–এখনো অশ্রু ঝরে—–
~~~ফাতেমা হক মুক্তামনি~~~
***************************************************
…
কি দিগন্ত দেবে তুমি আমায়?
এই দিকচক্র হীন জীবনে,
আমার কাছে তো ভালোলাগা, ভালোবাসা
সে এক অনাদি অতীত __
অকালেই হারিয়েছি সব, হারাতে বাধ্য হয়েছি
তারপরও দিশাহারা হয়ে ছুটতে থেকেছি
নির্লজ্জভাবে জনে জনে ভালোবাসা খুঁজেছি।
কি দিগন্ত দেবে তুমি আমায়?
এই দিকচক্র হীন জীবনে,
আমার কাছে তো ভালোলাগা, ভালোবাসা
সে এক অনাদি অতীত __
অকালেই হারিয়েছি সব, হারাতে বাধ্য হয়েছি
তারপরও দিশাহারা হয়ে ছুটতে থেকেছি
নির্লজ্জভাবে জনে জনে ভালোবাসা খুঁজেছি।
…
কি করবো বলো?
আমি জানি, তোমার হৃদস্পন্দন
এখন আর আমার কথা বলেনা,
আমার শুন্যস্থান তোমার কাছে এখন স্বাভাবিকতা __
অবশিষ্ট নেই আর বিরহবেদনা
শেষ হয়ে গিয়েছে তোমার অভিমানী ক্রন্দন
এসব আমি সব বুঝি, বুঝতে পারি।
…
আর আমার ?
আমার চোখে তো “এখনো অশ্রু ঝরে”
আমার কবিতারা এখনো আত্মহত্যা করে
আমার মন প্রতিনিয়ত অভিমানে মরে,
আর সেই মৃত কবিতা, মৃত মনের আড়ালেই
রোজ আমাকে সবাই “কবি” বলে ডাকে।
…
এবার তুমিই বলো?
কবি বলে কি, আমি মানুষ নই?
কবি বলে কি, আমি নারী নই?
আমার কি সুন্দর মন নেই?
মন আছে বলেই তো___
এখনো বাঁচতে ইচ্ছে করে,
মন আছে বলেই তো__
এখনো সুখি হতে ইচ্ছে করে,
এখনো বসবাস করতে ইচ্ছে করে
শুভ্র স্নিগ্ধময় ভালোবাসার ঘরে।
***************************************************