মুক্তি__কাঁকন কাজী

মুক্তি__কাঁকন কাজী
ছবি: কাঁকন কাজী।

—–মুক্তি—–

~~~কাঁকন কাজী~~~

***************************************************


তোমাকে তো সেই কবেই নিঃশর্ত মুক্তি দিয়েছি!
লাল, নীল, হলুদ, সবুজ…..
স্বপ্নগুলোকে আত্মহত্যাও করিয়েছি!
কষ্টের কলস আজ কানায় কানায় পূর্ণ!
বিশ্বাস কর…..
আমার আর একটা স্বপ্নও নেই!
এই দেখ, আমার দুই হাত শূন্য!
তবুও পোড়া চোখে জল আসে কেনো,
সেই জলে মাখা চোখ আড়ালে শুকাই!
বুকের ভেতরে আজও তুমি!
তোমাকে কি করে লুকাই!

 

***************************************************

অতিথি লেখক