দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর ৩৫টি ইউনিট। ১৭ আগস্ট (শনিবার) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


ভারতীয় গণমাধ্যম নিউজআঠারো তাদের এক প্রতিবেদরে জানিয়েছে, এআইআইএমএসের এমারজেন্সি ওয়ার্ডের আগুন দোতলা ও তিন তলায় আগুন লেগেছে। আগুন লেগেছে অর্থপেডিক ওটির কাছে। শেষ পাওয়া খবরে পাঁচতলা পর্যন্ত পৌঁছেছে আগুন। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমেই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩৫টি ইউনিট। হাসপাতালে ভর্তি রোগীদের সরানো হচ্ছে অন্যত্র, বন্ধ লিফট সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে রোগীদের। এই এআইআইএমএস হাসপাতালে ভর্তি আছেন ভারতের বর্ষীয়ান রাজনীতিক তথা সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles