ধুলদীতে বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত ৩০

ধুলদীতে বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত ৩০

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ফরিদপুর জেলার সদর উপজেলার ধুলদীতে একটি ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দুপুরে ধুলদী বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট হাইওয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর ধুলদী বাজার সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙ্গে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুই জনের মৃত্যু হয়।


রাজবাড়ী জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক শওকত জোয়ারদার জানান, বাসের মধ্যে কোন মানুষ আটকে নেই। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলীমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসবিডি নিউজ ডেস্ক