ব্যবস্থা নিয়ে প্রশ্ন নেই- সেটাই কী বিস্ময়ের নয়?
আলী রিয়াজ: বিষয়গুলো বিস্ময়কর নাকি আপনারা বিস্মিত হন সেটা বিস্ময়কর? আপনারা কী নিয়ে উদ্বিগ্ন সেটা দেখার বিষয় নাকি কী নিয়ে নির্বিকার থাকেন সেটাই উদ্বেগের? ‘খাস কামরা’ থাকবে সেটা জানবেন কিন্তু সেখানে কি ঘটেছে তার সামান্য জেনে বিস্মিত হবেন, যেখানে মানুষ সবচেয়ে ভালনারেবল সেখানের অবস্থা কী? পৃথিবীর আর কোন দেশে অফিসে সরকারি কর্মকর্তার জন্যে ‘বিশ্রামাগার’ / ‘খাস কামরা’ আছে? ঔপনিবেশিক আমলের দোহাই আর কতদিন? ‘রাতের আঁধারে’ তৈরী ‘অবৈধ’ সংসদের সব কাজ ‘ঠিক’ আছে, সেখানে হাজিরা দেয়া ‘ঠিক’ আছে- কিন্তু একজনের জমির আবদারে আপনাদের বিস্ময়ের শেষ নেই| এর ভিন্ন কী হতে পারতো? অন্যদিকে থানায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে তদন্তের কাজে নিয়োজিত তিন কমিটির একটারও কাজ শেষ হয়না – অভিযুক্তরা বীর দর্পে ঘুরে বেড়ায়, অথচ অভিযোগকারী নারী কারাগারে আটকে থাকেন সেই নিয়ে উদ্বেগ নেই; উদ্বেগ নেই স্থানীয় রাজনীতির বৃত্তচক্রের শিকার একজন নারীকে নিয়ে – রিমান্ডের নির্যাতনের পর কারাগার যার ঠিকানা হয়েছে প্রায় স্থায়ীভাবেই | এমন ঘটনার শেষ নেই| ঘটনায় বিস্মিত হচ্ছেন, কিন্তু ব্যবস্থা নিয়ে প্রশ্ন নেই- সেটাই কী বিস্ময়ের নয়?
…
{লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগৃহীত}