হংকংয়ে সরকারবিরোধী একাধিক নেতা গ্রেপ্তার

হংকংয়ে সরকারবিরোধী একাধিক নেতা গ্রেপ্তার

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা জোশুয়া ওংসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী রোববার সরকারবিরোধী বিক্ষোভের পরিকল্পনার জের ধরে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।


২০১৪ সালে হংকংয়ে সম্পূর্ণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সময় পরিচিত মুখ হয়ে ওঠেন জোশুয়া। আদালত অবমাননার অভিযোগে পাঁচ সপ্তাহ কারাদণ্ডের পর গত জুনে তাকে মুক্তি দেয়া হয়েছিল। জোশুয়ার রাজনৈতিক দল ডেমোসিস্তোর পক্ষে এক টুইটে বলা হয়েছে, ‘তাকে হঠাৎ করে সড়কে থামা একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নেয়া হয়। তাকে এখন ওয়ান চাইতে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।’


জোশুয়া ছাড়াও তার দলের সদস্য অ্যাগনেস চৌ এবং হংকংয়ের স্বাধীনতাকামী দল হংকং ন্যাশনাল পার্টির সহ প্রতিষ্ঠাতা অ্যান্ডি চ্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চ্যানকে বৃহস্পতিবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। অপরাধী প্রত্যার্পন বিল বাতিলের দাবিতে গত জুনে হংকংয়ে আন্দোলন শুরু হয়। পরে তা ‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতি বাস্তবায়ন দাবির আন্দোলনে রূপ নেয়।

আন্তর্জাতিক ডেস্ক