১ মাসে ৫০ হাজার ডেঙ্গু আক্রান্ত
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৪৯ জন। গত মাসে এ সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে। কন্ট্রোল রুম জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৪১০ জন। এর মধ্যে বর্তমানে রোগী ভর্তি আছে ৫ হাজার ৩০ জন, আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ২০০ জন।
…
এছাড়া গত ২৪ ঘণ্টায় (২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ও ডেঙ্গু সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৯ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ৫২৪ জন আর ঢাকার বাইরে ৬৬৫ জন। কন্ট্রোল রুমের দেয়া গত এক সপ্তাহের হিসাব বলছে বুধবার দেশে মোট রোগী ছিল ১ হাজার ১৫৭ জন, ২৭ আগস্ট ছিল ১ হাজার ২৯৯ জন, ২৬ আগস্ট ছিল ১ হাজার ২৫১ জন, ২৫ আগস্ট ছিল ১ হাজার ২৯৯ জন, ২৪ আগস্ট ছিল ১ হাজার ১৭৯ জন এবং ২৩ আগস্ট ছিল ১ হাজার ৪৪৬ জন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, এ পর্যন্ত তাদের কাছে পাঠানো মোট ১৮০টি মৃত্যুর ঘটনার মধ্যে ৮৮টি পর্যালোচনা করে তারা ৫২টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।