১ মাসে ৫০ হাজার ডেঙ্গু আক্রান্ত

১ মাসে ৫০ হাজার ডেঙ্গু আক্রান্ত

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৪৯ জন। গত মাসে এ সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে। কন্ট্রোল রুম জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৪১০ জন। এর মধ্যে বর্তমানে রোগী ভর্তি আছে ৫ হাজার ৩০ জন, আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ২০০ জন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় (২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ও ডেঙ্গু সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৯ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ৫২৪ জন আর ঢাকার বাইরে ৬৬৫ জন। কন্ট্রোল রুমের দেয়া গত এক সপ্তাহের হিসাব বলছে বুধবার দেশে মোট রোগী ছিল ১ হাজার ১৫৭ জন, ২৭ আগস্ট ছিল ১ হাজার ২৯৯ জন, ২৬ আগস্ট ছিল ১ হাজার ২৫১ জন, ২৫ আগস্ট ছিল ১ হাজার ২৯৯ জন, ২৪ আগস্ট ছিল ১ হাজার ১৭৯ জন এবং ২৩ আগস্ট ছিল ১ হাজার ৪৪৬ জন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, এ পর্যন্ত তাদের কাছে পাঠানো মোট ১৮০টি মৃত্যুর ঘটনার মধ্যে ৮৮টি পর্যালোচনা করে তারা ৫২টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

এসবিডি নিউজ ডেস্ক